বিশ্বজুড়ে
ফিলিস্তিনি ও ইসরায়েলি জিম্মিদের জন্য গাজায় প্রবেশ করলো ত্রাণ
ঢাকা অর্থনীতি ডেস্ক: ফিলিস্তিনি ও ইসরায়েলি জিম্মিদের জন্য গাজায় ত্রাণ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কাতার ও ফ্রান্সের মধ্যস্ততায় হওয়া চুক্তির আওতায় এসব ত্রাণ প্রবেশ করে উপত্যকার সবচেয়ে বিধ্বস্ত দক্ষিণাঞ্চলে। এ তথ্য নিশ্চিত করেছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।
এর আগে, গতকাল বুধবার কাতার থেকে দু’টি ত্রাণবাহী বিমান পৌঁছায় মিসরে। পরে সেগুলো রাফা ক্রসিংয়ে পাঠানো হয়। ত্রাণের তালিকায় রয়েছে জিম্মিদের জন্য চিকিৎসা সামগ্রী ও সাধারণ ফিলিস্তিনিদের জন্য অতি প্রয়োজনীয় পণ্য। সম্প্রতি, কাতার ও ফ্রান্সের মধ্যস্ততায় জিম্মিদের জন্য ওষুধ সরবরাহের শর্তে গাজায় ত্রাণ প্রবেশে রাজি হয়।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে শুরু হয় রক্তক্ষয়ী হামাস-ইসরায়েল যুদ্ধ। হামাসের আকস্মিক আক্রমণে ইসরায়েলে নিহত হয় ১২শ’ মানুষ। এই হামলায় জিম্মি করা হয় ২৪০ জন ইসরায়েলিকে। আর, ইসরায়েলি পাল্টা আগ্রাসনে গাজায় ২৪ হাজার চারশ’র কাছাকাছি প্রাণহানি ঘটেছে।
/এএস