আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

১৬ বছর ধরে বিল দেই, গ্যাস পাইনা; আশুলিয়ায় মানববন্ধন

ঢাকা অর্থনীতি ডেস্ক : ‘বিগত ১৬ বছর আমাদের গরীব দু:খী মেহনতী মানুষের একটাই প্রাণের দাবি যে, বিগত ১৬ বছর ধরে এখানে একটুও গ্যাস পাওয়া যায়না। একটাও চুলা জ্বলেনা, কিন্তু ১৬ বছর যাবৎ বিল পরিশোধ করতে হয়। সরকার ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যাতে আগামী রমজান থেকে আমরা গ্যাস পেতে পারি।’ গ্যাসের দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে বলছিলেন আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার বাসিন্দা আজাদ হোসেন।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী পিএলসির আশুলিয়া জোনাল বিপণন অফিসের সামনে মানববন্ধন করেন আশুলিয়ার বিভিন্ন এলাকার ভুক্তভোগী গ্রাহকগণ। এসব বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

 

প্রথমে বাইপাইলে তিতাস অফিস সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। পরে তিতাস অফিসের নিচে মিছিল দিতে থাকেন।

 

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, দক্ষিণ গাজীরচট, আড়িয়ারা মোড়, শের আলী মার্কেট, আয়নাল মার্কেট, হক মার্কেট, সিকদারবাগ, বটতলা, মন্ডলবাড়ি এলাকায় প্রায় ১৬ বছর ধরে গ্যাস নেই। কিন্তু তারা বিল দিয়ে যাচ্ছেন।

 

মো.আজাদ হোসেন বলেন, আমরা জানি অবৈধ লাইনে আছে। তারা কিভাবে গ্যাস পায়? আমরা এর প্রতিবাদ জানাই। পরবর্তীতে আমরা আরও বড় কর্মসূচী দিব। অফিস ঘেরাও করব। এর আগে বহুবার তাদের (কর্তৃপক্ষ) জানানো হয়েছে।

 

এ কর্মসূচীতে প্রায় তিতাসের প্রায় শতাধিক বিক্ষুদ্ধ গ্রাহক অংশ নেন৷ তাদের হাতে ‘গ্যাস দাও না হয় বিলের টাকা ফেরত দাও’, ‘গ্যাস নাই রান্না নাই, সময়মত খাবার নাই, এ সমস্যার সমাধান চাই’, ‘বৈধ লাইনে গ্যাস নাই, অবৈধ সংযোগে গ্যাস পায়, এ অনিয়মের সমাধান চাই’ সহ বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ছিল।

Related Articles

Leave a Reply

Close
Close