দেশজুড়েপ্রধান শিরোনাম
গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী নেওয়ায় সরকারকে আইনি নোটিশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা পরিস্থিতির মাঝেও গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিআরটিএ-এর চেয়ারম্যান, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, অনন্যা ক্লাসিক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকসহ আট জনকে এই নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট) অ্যাডভোকেট মো. আতিকুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাসিম উদ্দিন এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ‘করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ৩১ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (বিআরটিএ সংস্থাপন শাখা) থেকে বাসের ভাড়া শতকরা ৬০ ভাগ বাড়িয়ে এবং প্রতি দুই জনের সিটে একজন যাত্রী বসার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু সরকারি প্রজ্ঞাপন লঙ্ঘন করে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসে প্রতি দুই জনের সিটে একজন যাত্রী না বসে দুই জন যাত্রী বসানো হয়। অর্থাৎ বাসটি ৪১ সিটে মোট ৪১ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসে।’
নোটিশে আরও বলা হয়, ‘ওই পরিবহনের মতো সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশ অমান্য করে গাদাগাদি করে যাত্রী বহন করার ফলে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঘটলে তার দায়-দায়িত্ব নোটিশ গ্রহীতাদের বহন করতে হবে। গত ৮ আগস্ট অ্যাডভোকেট আতিকুর রহমান তার স্ত্রী-পুত্রকে নিয়ে অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৩-১৫৫১) কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসেন। পরিবহন কর্তৃপক্ষ এজন্য একটি সিটের স্বাভাবিক ভাড়া ২২০ টাকার পরিবর্তে শতকরা ৬০ ভাগ বাড়িয়ে ৩৫০ টাকা করে মোট তিনটি টিকিটের বাবদ ১০৫০ টাকা নেয়। ৪১ সিটের ওই বাসটিতে ৪৪ জন যাত্রী বহন করা হয়। সেক্ষেত্রে নোটিশকারী অ্যাডভোকেট আতিকুর রহমান ও তার স্ত্রী-পুত্র করোনায় আক্রান্ত হলে তার দায়ভার এবং ক্ষতিপূরণও নোটিশ প্রাপ্তদের বহন করতে হবে।‘
তাই অতিরিক্ত যাত্রী বহন বন্ধে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
/এন এইচ