আশুলিয়াস্থানীয় সংবাদ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হল দেশের সবচেয়ে জনবহুল ধামসোনা ইউনিয়নে

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে দেশের সবচেয়ে জনবহুল ইউনিয়ন পরিষদ আশুলিয়ার ধামসোনায়।
‘মুজিববর্ষে শপথ করি পরিচ্ছন্ন ও উন্নত ধামসোনা ইউনিয়ন গড়ি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে কেক কেটে ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।
এসময় পরিষদ চেয়ারম্যান জানান, শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজনের প্রস্তুতি থাকলেও করোনা মোকাবেলায় মানননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় করোনা প্রতিরোধে নানা ধরনের পরামর্শ তুলে ধরা হয় অনুষ্ঠানে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের মেম্বারগন ও পরিষদের সচিবসহ অন্যান্য ব্যক্তিরা।