বিনোদন
স্বামীর বিরুদ্ধে ‘অশ্লীলতার’ অভিযোগের পর হাসিমুখে নায়িকা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কিছুদিন আগে দ্বিতীয় স্বামী অভিনেতা অভিনব কোহলির বিরুদ্ধে থানায় মামলা করেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। অভিযোগ, অভিনব মাতাল অবস্থায় ঘরে ফিরে প্রথম পক্ষের মেয়ে পলক তিওয়ারিকে মারধর করেছেন। অকথ্য ভাষায় গালাগালও করেছেন। ২০১৭ সাল থেকে অভিনব নাকি পলককে বিভিন্ন অশ্লীল ছবি দেখাতে শুরু করেন। অভিনবকে গ্রেপ্তারও করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান অভিনব।
সেই বিতর্কের পর মনে হচ্ছে, এবার স্বাভাবিক জীবন ও সুখকর দিনে ফিরেছেন শ্বেতা তিওয়ারি। ‘কৌসুতি জিন্দেগি কে’ খ্যাত অভিনেত্রী নিজের একটি হৃদয় উষ্ণ করা ছবি শেয়ার করলেন। ছবি দেখে বোঝাই যাচ্ছে, সেই বিষণ্ণতা কাটিয়ে উঠেছেন অনেকখানি।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, ইনস্টাগ্রামে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন শ্বেতা তিওয়ারি। ছবিতে তিনি ছড়িয়ে দিয়েছেন সংক্রামক হাসি। কালো রোদচমশা পরে বই হাতে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিটি নেটিজেনদের নজর পেতে সময় লাগেনি। শ্বেতার ১৯ বছরের আদুরে মেয়ে পলক তিওয়ারিও মুগ্ধ মায়ের ছবিতে। মন্তব্য-ঘরে তাঁর আদুরে উক্তি, ‘স্মোল মম।’
এর আগে অভিনবর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে মেয়ে পলক তিওয়ারি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘আমাকে শারীরিকভাবে কখনোই নির্যাতন করেননি অভিনব কোহলি বা আপত্তিকর স্পর্শও করেননি। তবে তিনি ধারাবাহিকভাবে আমাকে অশ্লীল কথা বলতেন, বাবা হিসেবে যা একেবারেই অশোভনীয়।’
/আরএম