আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

ভারতে পোশাক রপ্তানি বাড়ছে: রুবানা হক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শুল্ক বাধা কেটে যাচ্ছেই বলেই ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।

রোববার (২৮ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রুবানা হক বলেন, দুটি দেশের মধ্যে বাণিজ্যের অপার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে রপ্তানিসহায়ক কানেকটিভিটি ইস্যুগুলো বাস্তবায়ন এবং অবকাঠামো উন্নয়ন হলে উভয়ে আরো উপকৃত হবে।

এসময় ভারতে বাংলাদেশি পোশাকের বিশাল বাজার তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন বিজিএমইএ’র সভাপতি। বাজার সম্ভাবনা কাজে লাগাতে পারলে দু’দেশের বাণিজ্য ঘাটতি অনেক কমে আসবে। তবে এজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরু‌ত্বারোপ করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী।

Related Articles

Leave a Reply

De la tragedie la comedie: 5 spectacole de familie care
Close
Close