ঢাকা অর্থনীতি ডেস্ক: সম্প্রতী সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী সাভার উপজেলাধীন বনঁগাও ইউনিয়নকে ঢাকা-১৯ আসনের পরিবর্তে সংযুক্ত করা হয়েছে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে। এতে করে নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়ার সম্ভাবনা দেখছেন এলাকাবাসী। আসন পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছেন বনগাঁও ইউনিয়নবাসী।
রবিবার (১৭ আগষ্ট) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শতাধীক এলাকাবাসী। পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
এসময় সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবী তুলে স্থানীয়রা জানান, ঢাকা-১৯ আসনের সাভারের পার্শ্ববর্তী হওয়ায় বনগাঁও ইউনিয়নের জনগণ দীর্ঘদিন ধরে ব্যবসা, শিক্ষা ব্যবস্থাসহ নানাবিধ নাগরিক সেবার জন্য সাভার উপজেলা ও পৌরসভার সুবিধা ভোগ করে আসছে। অপরদিকে ঢাকা-২ অর্থাৎ কেরানীগঞ্জ অনেকটাই দুরবর্তী অঞ্চল। আসন পরিবর্তন হলে যোগাযোগ ব্যবস্থার কারনে নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পরবে বনগাঁও ইউনিয়নবাসী। তাই সার্বিক দিক বিবেচনায় আসন পরিবর্তন না করার জোড় দাবী জানান স্থানীয়রা। দাবি আদায় না হলে ভবিষ্যতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।





কমেন্ট করুন