ঢাকা অর্থনীতি ডেস্ক: আশুলিয়ায় দেশী ও বিদেশী জাল নোটসহ রফিকুল ইসলাম নামে এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় দেড় লাখ টাকা মুল্য মানের বাংলাদেশি এবং ভারতীয় জাল নোট। গ্রেফতার আসামীকে আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
রবিবার (১৭ আগষ্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
গোয়েন্দা পুলিশ জানায়, জাল নোট কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধায় আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় সন্দেহভাজন রফিকুল ইসলামের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ভারতীয় ৫০০ রুপির ৭৯টি জাল নোট যার মুল্য ৩৯ হাজার ৫০০ টাকা এবং বাংলাদেশি ৫০০ টাকার ২৩২টি জাল নোট যার মুল্য ১ লাখ ১৬ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম (৪২) বরিশালের বাকেরগঞ্জের মৃত মান্নান সিকদারের ছেলে। সে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে ঢাকাসহ আশেপাশের এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।





কমেন্ট করুন