বিনোদন

বিবাহিত ও ডিভোর্সিদের নিয়ে এবার ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’

ঢাকা অর্থনীতি ডেক্সঃ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার পর এবার যাত্রা শুরু করছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’। এখানে বিবাহিত অথবা ডিভোর্সপ্রাপ্ত নারীরা অংশ নিচ্ছেন।  এই প্রতিযোগিতার আয়োজন করছে অপূর্ব ডট কম।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছিল ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’এ অংশ নেয়ার জন্য আবেদনের সময়। সেখানে প্রায় আট হাজার নারী আবেদন করেন।  তাদের মধ্যে ছবি ও বায়োডাটা দেখে ৫০০ প্রতিযোগী বাছাই করা হয়।

এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক অডিশন। সেখানে প্রায় ২০০ প্রতিযোগী টিকে আছেন। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ায় নেয়া হবে ১০০ জন প্রতিযোগী। এরপর বিভিন্ন ধাপে ধাপে প্রতিযোগী বাচাইয়ের পর ৩০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে অংশ নেবেন চীনে।

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’এর বিচারকদের দায়িত্বে আছেন উপস্থাপক, অভিনেত্রী জাহারা মিতু।

অনেক যোগ্যতাসম্পন্ন, মেধাবী, শিক্ষিত পরিবারের নারীরা এখানে অংশ নিচ্ছেন। সংসারী নারী ছাড়াও ডিভোর্সপ্রাপ্ত, স্বামী বিদেশে থাকেন এমন বিবাহিত মেয়েরাও অংশ নিচ্ছেন ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায়।

/এসএমএন

Related Articles

Leave a Reply

Close
Close