স্বাস্থ্য
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে জিকে-ইউএনএইচসিআর প্রকল্পে কর্মরত ফার্মাসিস্টদের অন্ত-সাংগঠনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২২।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত সংলগ্ন একটি রেস্টুরেন্টে কেক কেটে এই দিবসটি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের শরণার্থী শিবিরে কর্মরত ক্লিনিকাল ফিল্ড ফার্মাসিস্ট ও জিকে-ইউএনএইচসিআর প্রকল্পের আইআরহাউজে কর্মরত ফার্মাসিস্টগণ।
“Pharmacy united in action for a healthier world” এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যকর পৃথিবীর প্রত্যয়ে “Rational Use of Drug” সুনিশ্চিত করতে ও ফার্মাসিস্টের ঐক্যবদ্ধ করতে এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ফার্মাসিস্টরা সম্মিলিতভাবে নিজস্ব অবস্থান থেকে সদা তৎপর থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজনে উপস্থিত জিকে-ইউএনএইচসিআর প্রকল্পে কর্মরত সকল ফার্মাসিস্টদের সুপারভাইজার ও কক্সবাজার গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ফার্মাসিস্ট মোহাম্মদ একরাম হোসেন বলেন, ফার্মাসিস্টদের মধ্যকার যোগাযোগ স্থাপন, সুসম্পর্ক ও ফার্মাসিস্টদের একটি শক্তিশালী কমিনিটি গড়ে তুলতে অন্যতম ভূমিকা পালন করবে আজকের এই আয়োজন। এবার সংগঠন কেন্দ্রিক হলেও আগামীতে অন্যান্য সংগঠনের ফার্মাসিস্ট সহ সম্মিলিতভাবে সেমিনারের আয়োজন করা হবে বলে আশা ব্যক্ত করেন ও সংগঠনের ফার্মাসিস্টদের পারফরম্যান্স এর প্রশংসা করেন।
এই প্রকল্পে কর্মরত মেডিসিন ডিস্ট্রিবিউশন এন্ড সাপ্লাই চেইনের দায়িত্বরত অন্যতম ফার্মাসিস্ট সুলতান মাহমুদ বলেন, বাংলাদেশে ক্লিনিকাল ফার্মেসি প্র্যাকটিসে পথিকৃৎ হতে পারে গণস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্টরা। তিনি আরও বলেন কক্সবাজারের শরণার্থী শিবিরে গণস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্টদের সুনাম সর্বজন বিদিত এবং স্বাস্থ্য ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প গণস্বাস্থ্য কেন্দ্রের এবং এই সুনাম বিস্তারে উপস্থিত ফার্মাসিস্টদের কর্মতৎপর হতে উৎসাহিত করেন তিনি।
ফার্মাসিস্টদের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন হুমায়ূন, সাজ্জাদ, হ্যাপি, স্বর্ণা, মুকিম, আরিফ, আসাদুজ্জামান, ফরিদ ও সোহেল প্রমূখ। অনেকেই ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ও স্বাস্থ্যক্ষেত্রে ফার্মাসিস্টদের ভূমিকা ব্যক্ত করেন।
উল্লেখ্য,আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।
/আরএম