বিনোদন

জয়া জ্বরে আক্রান্ত, ডেঙ্গু পরীক্ষার অপেক্ষায়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সারাদেশে ডেঙ্গু নিয়ে আতঙ্কের সময় জ্বর হলেও সবাই পরীক্ষা করাচ্ছে। কারণ জ্বর সাধারণ নাও হতে পারে। তবে এবার অভিনেত্রী জয়া আহসানের জ্বরে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক জয়ার এক ঘনিষ্ঠজন বলেন, ‘গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের পাশাপাশি তার শরীরে ব্যথাও আছে।’

তিনি আরও বলেন, ডেঙ্গু পরীক্ষার করার পরে জানা যাবে আসলে জ্বর কি সাধারণ নাকি ডেঙ্গু!

সপ্তাহ খানেক আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেতা এম এ আলমগীর; তার শারীরিক অবস্থাও এখন আগের তুলনায় ভালো। এরমধ্যে অভিনেত্রী ববিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close