দেশজুড়ে

ধর্ষকদের জনসন্মুখে বিচার দাবি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ধর্ষকদের জনসন্মুখে দ্রুত বিচারের দাবিতে সাইকেল র‌্যালি ও  মানববন্ধন করেছে সাইকেলার্স অব বাংলাদেশ ও ফিমেল সাইকেলার্স অব বাংলাদেশ নামে দুটি সংগঠন।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির সদস্যরা র‌্যালি শেষে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে। ধর্ষণ এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এ ভয়াবহতা থেকে নিস্তার পেতে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকদের জনসন্মুখে দ্রুত বিচার করতে হবে।

মানববন্ধনে নেতৃত্ব দেন সাইকেলার্স অব বাংলাদেশ ও ফিমেল সাইকেলার্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট সিফাত এ কানিজ।

Related Articles

Leave a Reply

Close
Close