সাভারস্থানীয় সংবাদ
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের ২০১৯-২০ অর্থবছরের বাজেট
ঢাকা অর্থনীতি প্রতিবেদকঃ সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট উপস্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
বাজেট অনুষ্ঠানে অর্থবছরের সম্ভব আয় ধরা হয়েছে ৮ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৭৬০ টাকা। সম্ভাব্য ব্যয় ৮ কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার ৩৬০ টাকা। এতে সম্ভাব্য উদ্বৃত্ত ১ লক্ষ ৮৮ হাজার ৪০০ টাকা।
উক্ত বাজেটে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেন, যোগাযোগ, রাস্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
বাজেট আলোচনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারন জনগন উপস্থিত থেকে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন।