দেশজুড়ে
রাজধানীতে অভিযান চালিয়ে ২১ জুয়াড়ি আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অফিসে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ জুলাই) রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ এর নিবার্হী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
আটককৃতরা হলেন মো. ইউসুফ, ইকবাল হোসেন, আব্দুস সালাম মৃধা, বাবুল মোল্লা, নজরুল ইসলাম শহীদ, ফরিদ উদ্দিন, সালহে উদ্দিন, আক্কাস আলী, শামিম খাঁন, শাহ আলম, আনিসুর রহমান, নিজাম মৃধা, মো. আলী, দেলোয়ার হোসেন, সাইফুল আলম খাঁন, হানিফ তালুকদার, দিদার হোসেন চৌধুরী, গোলাম মাহফুজ, মিরাজ হাওলাদার, সামাদ মিয়া ও মো. লতিফ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, অভিযানে জুয়া খেলা অবস্থায় ২১ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ জুয়ার বোর্ড থেকে ৭১ হাজার ৭৫৭ টাকা জব্দ করা হয়। এছাড়াও প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।