দেশজুড়ে
অকারণে যেন সাংবাদিকদের ছাঁটাই করা না হয়: তথ্যমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম থেকে আকারণে যেন কোনো সাংবাদিকদের ছাঁটাই করা না হয়। তা অনলাইন হোক আর পত্রিকা বা টেলিভিশন হোক। এক্ষেত্রে আমি গণমাধ্যম মালিকদের অনুরোধ করবো তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন।
সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পত্রিকাগুলোতে যারা কাজ করেন তারা এ পেশায় না গিয়ে অন্য পেশায় গেলে কিন্তু অনেক নিরাপদ ছিল। যারা সাংবাদিকতায় কাজ করছেন তারা অন্যদের চেয়ে বেশি যোগ্যতা রাখেন।
গণমাধ্যম থেকে জনবল ছাঁটাই বিষয়ে মন্ত্রী হিসেবে মালিকদের সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমি ইতোমধ্যেই কথা বলেছি। যখন চাকরিচ্যুত সাংবাদিকরা আমার কাছে এসেছেন তখন আমি মালিকদের সঙ্গে কথা বলেছি।
ড. হাছান মাহমুদ বলেন, আমি এ বিষয়ে সাংবাদিক ইউনিয়ন নেতাদের সঙ্গেও কথা বলেছি। যাতে সেখান থেকে এ বিষয়ে কথা আসে। যদিও তারা কাজ করছেন, তবে এ চেষ্টা যাতে আরও সমন্বিতভাবে চলতে থাকে সেজন্যই কাজ করছি।