আশুলিয়াধামরাইপ্রধান শিরোনাম
আশুলিয়ায় শ্যামলী বাস চাপায় সজিব আহম্মেদ নিহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ
ঢাকা অর্থনীতি ডেস্ক: নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় শ্যামলী বাসের চাপায় সজিব আহম্মেদ নামের বিকেএসপি পাবলিক স্কুলের সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সামনে এ মনববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘাতক শ্যামলী পরিবহনের বাসের চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
নিহত সজীব ঢাকার ধামরাই উপজেলার কুশুরিয়া গ্রামের মো. আবু সাঈদের ছেলে এবং বিকেএসপি পাবলিক স্কুলের এসএসসি-২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিল।
গত ২৬ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে সজিব আহম্মেদ সাভারের একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাসযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাহার এলাকার বিকেএসপি গেইটের সামনে নামে। এসময় পিছন দিকে থেকে দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস সজীবকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।