আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ছেলেধরা গুজব রোধে আশুলিয়ায় ডিবি পুলিশের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদকঃ ছেলেধরা গুজবে গণপিটুনি ও মানুষ হত্যা রোধে জনগনকে সচেতন করার লক্ষ্যে সাভারের আশুলিয়ায় নানা কর্মসূচি গ্রহণ করেছে ডিবি পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং ও সভা সমাবেশ চালানো হচ্ছে ।
শনিবার(২৭ জুলাই) ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) আশুলিয়ার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ বিষয়ে সচেতনতামূলক সভা পরিচালনা করেন।
সভায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, গুজবে কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না, কাউকে সন্দেহ হলে পুলিশে খবর দিন, প্রয়োজনে ৯৯৯-এ ফোন দিন। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
সকাল থেকে আশুলিয়ার চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজ, কুরগাঁও সেন্ট্রাল স্কুল ও ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে পরিচালিত সভায় এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, পাথালিয়া ৩ নং ওয়ার্ডের সদস্য শফিউল আলম সোহাগ, আশুলিয়া থানা যুব মহিলা লীগের সভাপতি নাজমুন নাহার, সাধারণ সম্পাদক সাবিনা আক্তার লাভলীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।