দেশজুড়ে

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবার ব্যবসা করা এক মাদক কারবারীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে ১টি সাংবাদিক পরিচয়পত্র ও ৪৩০ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। আটক যুবকের নাম রাহাত ইসলাম ওরফে রুবেল (২৮)।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার মধ্যে রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযানে নামে র‍্যাব। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি চেয়ার কোচে তল্লাশি করে ‘দৈনিক মাতৃজগত’ পত্রিকার পরিচয়পত্র ও ৪৩০ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করা হয়। সে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র‍্যাব জানতে পেরেছে, আটক রুবেল দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে যাত্রীবেশে অভিনব কায়দায় কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। সাংবাদিকতা তার একটি ছদ্মবেশ মাত্র। এ পেশার আড়ালে সে ইয়াবা ব্যবসা করে আসছে।

Related Articles

Leave a Reply

Close
Close