দেশজুড়েপ্রধান শিরোনাম

গণপিটুনির দায়ে কুষ্টিয়ায় আটক ৩৪

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ছেলেধরা সন্দেহে একদিনে কুষ্টিয়ায় চারজন গণপিটুনির শিকার হয়েছেন। এদের মধ্যে তিনজন মানসিক ভারসাম্যহীন রয়েছেন। গণপিটুনি দেয়ার সময় পুলিশ সবাইকে উদ্ধার করেছে। সোমবার (২২ জুলাই) জেলার তিনটি স্থানে এই গণপিটুনির ঘটনা ঘটে।

এসব ঘটনায় কুষ্টিয়া মডেল থানা ও দৌলতপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে প্রায় ৪৫০ জনকে। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ৩৪ জনকে আটক করেছে। এর মধ্যে দৌলতপুর থানা পুলিশ ২০ জন ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ ১৪ জনকে আটক করে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (মঙ্গলবার) দুপুরে আটকদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনত যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সাধারন জনগণকে প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের এই দুই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Close
Close