প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

ডলারের দাম ১২৭ টাকা ছাড়িয়েছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ব্যাংকগুলো বেশি দামে প্রবাসী আয় কিনছে। ফলে ব্যবসায়ীদের পণ্য আমদানিতে ডলারের দাম বেশি পরিশোধ করতে হচ্ছে। এদিকে খোলাবাজারেও ডলারের দাম বেড়ে ১২৭ টাকা ছাড়িয়েছে। দুটো মিলিয়ে ডলারের বাজার আবারও অস্থিতিশীল হয়ে পড়ছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোকে চলতি মাসের মধ্যে পুরোনো আমদানি দায় পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ব্যাংকগুলো বেশি দামে ডলার কিনছে। এতে অবশ্য আগের চেয়ে বেশি প্রবাসী আয় আসছে।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনছে। ফলে এক সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ কোটি ডলার বেড়েছে। তাতে গত বুধবার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৪ কোটি ডলার, যা আগের বুধবার ছিল ২ হাজার ৪৭৫ কোটি ডলার।

যে কারণে ব্যাংকে চড়া ডলারের দাম

জানা গেছে, ডিসেম্বরের শুরুতে পুরোনো আমদানি দায় পরিশোধের জন্য সরকারি খাতের কয়েকটি ও বেসরকারি খাতের একটি ব্যাংক বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনতে শুরু করে। এতে অন্য ব্যাংকগুলোও বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়। ডিসেম্বরের আগে তারা প্রবাসীদের কাছ থেকে প্রতি ডলার কিনত ১২১-১২২ টাকায়। এখন তা বেড়ে ১২৭ টাকা ৫০ পয়সায় উঠেছে। ব্যাংকে নগদ ডলার এখনো ১২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেডিট কার্ডসহ অন্যান্য কার্ডে ডলারের দাম ১২৩ টাকা রাখা হচ্ছে।

মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি সাময়িক। এই বাড়তি দাম বেশি দিন স্থায়ী হবে না। আশা করছি, আগামী জানুয়ারি মাসেই ডলারের দাম কমে আসবে।

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Close
Close