দেশজুড়ে

বালিকা বিদ্যালয়ে ভর্তির ‘সুযোগ’ পেল বালক

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাইবান্ধাসহ সারা দেশে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে গাইবান্ধার একটি বালিকা বিদ্যালয়ে ভর্তির ‘সুযোগ’ পেয়েছে এক বালক।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফলাফল প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে।

প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা গেছে, বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় নাম এসেছে এক বালকের। তার নাম মো. মোস্তাফিজুর রহমান।

জুয়েল শেখ নামে এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেছেন, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির ভর্তি ২০২৫ এর প্রথম রেজাল্ট সিটে প্রকাশিত তালিকায় ৩০ নম্বর সিরিয়ালে মোস্তাফিজুর রহমান নামে একটি ছেলের নাম এসেছে কেন?? প্রশাসনিক কর্মকর্তারা কি করে? কেন এ অসংগতি? দায়িত্ব অবহেলা কার???

গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তালিকায় ছেলের নাম দেখে অন্যদের মতো আমিও অবাক হয়েছি। এটা কীভাবে হলো বুঝতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি জানি না। ভুলক্রমে এমনটা হতে পারে। সে ক্ষেত্রে তার ভর্তি বাতিল হবে।

Related Articles

Leave a Reply

Close
Close