দেশজুড়ে
প্রিয়া সাহার সংগঠনের সবার একযোগে পদত্যাগ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রিয়া সাহার বেসকারি উন্নয়ন সংস্থা (শারি) এর অধীন ও অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা বিষয়ক সংগঠন সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা-(সুনাম) এর কমিটি থেকে সকল সদস্য পদত্যাগ করেছেন।
রোববার (২১ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা কমিটির সদস্যরা পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
পিরোজপুর সদর উপজেলা কমিটির সুনামের সভাপতি মো. হাসিবুল ইসলাম লিখিত বক্তব্য বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহ-অবস্থানের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বিশ্বের রোল মডেল হিসেবে বিবেচিত। সেইখানে প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বিশ্বে বাংলাদেশকে হেয় করেছে।
সুনামের পিরোজপুর সদর উপজেলা কমিটি থেকে তারা ২৫ জন সদস্য তার বক্তব্যের প্রতিবাদ স্বরূপ স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পিরোজপুর সদর উপজেলা সুনাম কমিটির সহ-সভাপতি তামিম সরদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, সদস্য ওয়ালিউর রহমান রাফি, ফেরদৌস রহমানসহ অন্যান্য নেতারা।