দেশজুড়েপ্রধান শিরোনাম

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন; গ্রেপ্তার আরো পাঁচজন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২ নভেম্বর) ভাষানটেক ও কাফরুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গ্রেপ্তারকৃতরা হলেন, আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার ভাষানটেক ও কাফরুল অভিযান চালিয়ে প্রথমে তাদেরকে আটক করে সেনা বাহিনী। পরে জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়া, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কচুক্ষেত এলাকায় কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন শুরু করেন।

এতে মিরপুর ১৪ নম্বর থেকে সেনানিবাসমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসলে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Close
Close