দেশজুড়েপ্রধান শিরোনাম

৩ নভেম্বর মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

ঢাকা অর্থনীতি ডেক্স: মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ৩ নভেম্বর মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে। ইলিশ প্রজনন রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুর জেলার মতলবের ষাটনল থেকে লক্ষীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল।

আজ (২ নভেম্বর) শনিবার থেকেই মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি শেষে নদীর পাড়ে সারিবদ্ধভাবে নৌকা নিয়ে অপেক্ষা করছেন মৎস্যজীবীরা। নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ভাসাবেন তারা।

চাঁদপুরের পদ্মা মেঘনায় ২২ দিন ধরে মাছ শিকারে নামতে পারেনি মৎস্যজীবীরা। এসময় বেশ কষ্টেই দিন কেটেছে তাদের। মধ্য রাত থেকেই নদীতে নামতে সকল প্রস্তুতি নিয়েছেন তারা। নদীতে ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে অনেকেই বিভিন্ন এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকেও টাকা নিয়ে ট্রলার, নৌকা ও জাল মেরামত করেন। ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে নামতে প্রস্ততি নিচ্ছেন মৎস্যজীবীরা।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে ১৭ লাক্ষ ৫ হাজার ৯০০ মিটার জাল ও ২ হাজার ৭০০ ৩১ মেট্রিক টন মা ইলিশ জব্দ করেছে প্রশাসন। এছাড়া এ সময় ২৩৯টি মামলা ও একাধিক জেলেকে জেলে প্রেরন করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল হলেও কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ শিকারে নেমে আটক হয়েছেন। নিষেধাজ্ঞার মধ্যে জব্দকৃত মাছ এতিমদের মাঝে বিতরণ করা হবে।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে তাই মাছ ধরতে প্রস্তুত চাঁদপুরের ৪৭ হাজারেরও বেশি মৎস্যজীবী।

 

Related Articles

Leave a Reply

Close
Close