দেশজুড়েপ্রধান শিরোনাম

নুরুল হকের ওপর হামলা; টাঙ্গাইলের সাবেক মেয়র সহিদুরকে গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তিন বছর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের (ভিপি নুর) ওপর হামলার ঘটনায় গত ১ সেপ্টেম্বর হওয়া মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খানকে (মুক্তি) গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতে তোলা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা আগামী রোববার রিমান্ড আবেদনে শুনানির দিন ধার্য করেছেন। পরে সহিদুরকে কারাগারে পাঠানো হয়।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসেছিলেন সহিদুর রহমান। হাজিরা দিয়ে ফেরার পথে বিকেলে আদালত এলাকা থেকে তাঁকে আটক করে সদর থানা–পুলিশ। সহিদুর রহমান খান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান ওরফে রানার ভাই।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মদ জানান, ২০২১ সালের ১৭ নভেম্বর ডাকসুর সাবেক ভিপি নূরুল হকসহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলার নেতারা টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানাতে যান। এ সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রায় তিন বছর পর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বাদী হয়ে ১ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় সহিদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।
/একে

Related Articles

Leave a Reply

Close
Close