দেশজুড়েপ্রধান শিরোনাম

জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে : পানিসম্পদ উপদেষ্টা

ঢাকা অর্থনীতি ডেক্স:পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

উপদেষ্টা আজ শুক্রবার ঢাকায় রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখনকার প্রজন্মকে উদ্দেশ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আপনারা পরিষ্কার নদী দেখেননি, নদী পরিষ্কার হলে এটি কেমন হয়, মানুষের কত কাজে লাগে এটি আপনারা জানেন না। আজকে আপনাদের হাত দিয়ে যে খালটা পরিষ্কার হবে, এই খালটা যেন ভবিষ্যতেও পরিষ্কার থাকে। আগামী দিনের নেতা হিসেবে এ দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আজকে সারা দেশে ৬৪ জেলায় নির্বাচিত ৬৪টি খাল বা জলাশয় পরিচ্ছন্নকরণ অভিযানের ধারণাটি এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এবং এটাই হচ্ছে যুবকদের শক্তি।

উপদেষ্টা বলেন, ‘আজকে এই খাল পরিচ্ছন্নকরণ অভিযানে অংশ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ অনেকেই। যাঁরা বলেন সরকারের মধ্যে সমন্বয় নেই, তা কিন্তু আস্তে আস্তে ভুল প্রমাণ করেছি।’

এর আগে আজ সকালে ঢাকায় রামপুরা ত্রিমোহিনী ঈদগাহ মাঠে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে সারা দেশে ৬৪ জেলায় নির্বাচিত ৬৪টি খাল বা জলাশয় পরিচ্ছন্নকরণ অভিযানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযানের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে সারা দেশে একযোগে ৬৪ জেলায় ৬৪টি চিহ্নিত খাল বা জলাশয় পরিচ্ছন্নকরণের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে পানিসম্পদ উপদেষ্টা আরও বলেন, যে ৬৪ জেলায় ৬৪টি খাল পরিষ্কার করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এটা আজ থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। তিনি বলেন, ‘এটা আমরা শেষ করে দেব না, আমরা প্রতিটি খালকেন্দ্রিক স্থানীয় পর্যায়ে একটি করে কমিটি করে দেব। কমিটিতে যারা থাকবে, তারা দেখবে যে খালটা কারা আবার নোংরা করার চেষ্টা করছে এবং প্রথমেই তাদের সেখানে প্রতিহত করা হবে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের যুবকর্মীদের খাল পরিচ্ছন্নকরণ অভিযানের বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

/একে

 

Related Articles

Leave a Reply

Close
Close