ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

ভেঙে দেওয়া হলো ইউসিবি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবার ইউসিবি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে এসব ব্যাংকের প‌রিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ মঙ্গলবার(২৭ আগস্ট) এস আলম গ্রুপের দখলে থাকা দুটিসহ মোট তিন ব্যাংকের পর্ষদ ভেঙে নতুর পরিচলানা পর্ষদ গঠন করা হয়।

এর মধ্যে ইউসিবি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছেন- শেয়ার হোল্ডার পরিচালক শরীফ জহীর, শেয়ার হোল্ডার পরিচালক মো. তানভীর খান। স্বতন্ত্র পরিচালক তিনজন হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. ইউসুফ আলী এবং চাটার্ড একাউন্টেড ওবায়দুর রহমান এফসিএ।

ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া পাঁচ পরিচালকরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদ্দীন আহমদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেখ জাহিদুল ইসলাম।

এর মধ্যে ইউনিয়ন ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মু. ফরীদ উদ্দীন আহমদ।

আর গ্লোবাল ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া পাঁচ পরিচালক হলেন- মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, ইসলামী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক আবু হেনা রেজা হাসান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মু. মাহমুদ হোসেন। তাদের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নুরুল আমিন।

Related Articles

Leave a Reply

Close
Close