দেশজুড়ে
ছাগলকাণ্ডের মতিউরকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর নানা আলোচনা সমালোচনা মধ্যে তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।