স্থানীয় সংবাদ

আশুলিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: সাভারের আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

রবিবার (২৮ জুরাই ) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী। এর আগে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল নতুনপাড়া এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে আসামীদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মাগুরা জেলার মোঃ লিটন শেখ (৩৯), আয়নাল হোসেন পলাশ (৩৬), ফরহাদ আলী (২৮), মনিরুল ইসলাম (৩৪) দিনাজপুর জেলার রাশেদুল ইসলাম (২৬), হামিদুল ইসলাম (৪০) এবং জামালপুর জেলার মোজাম্মেল হক (৩০)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থেকে ডাকাতি করতো।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন পালিয়ে যায়। জব্দ করা হয় ছুড়ি, খেলনা পিস্তল, প্লাস্টিকের হেন্ডকাফ, সিকিউরিটি গার্ডের পোশাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম।

গ্রেফতারকৃত সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে বিভিন্ন শিল্প কারখানা ও বাসা বাড়িতে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

Related Articles

Leave a Reply

Close
Close