স্থানীয় সংবাদ
জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, চরম যাত্রী ভোগান্তি
ঢাকা অর্থনীতি ডেস্ক: সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে চলমান আন্দলনের টানা তৃতীয় দিনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার ৩টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা বাতিলের ২০১৮ সালের পরিপত্র বহালের দাবি জানান। পাশাপাশি সরকারি চাকরিতে মেধা ভিত্তিক নিয়োগের দাবি জানান। অন্যথায় তাদের এই চলমান আন্দোলন আরো কঠোরভাবে চালিয়ে যাবার ঘোষণা দেন।
এসময় সরকের উভয় পাসে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অ্যাম্বুল্যান্সসহ জরুরীসসেবার গাড়ি ছেড়ে দিলেও দীর্ঘ সময় মহাসড়ক অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারী সাধারন যাত্রীরা। কাছের যাত্রীরা হেটে গন্তব্যে রওনা হলেও ভোগান্তি পোহাতে হয় দুরের যাত্রীদের। আটকা পরে পন্যবাহী গাড়িও। ভোগন্তি লাঘবে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি যাত্রী ও গাড়ি চালকদের।