দেশজুড়েপ্রধান শিরোনাম

মিয়ানমারের কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: মিয়ানমারের কাউকে কোনোভাবেই আর বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৩০ মে) মধ্যরাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে ‘রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা’ শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ চলছে জানিয়ে তিনি বলেন, তাদের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি এবং কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দল যুদ্ধ করে যাচ্ছে। এ পরিস্থিতিতে ওই দেশের কোনো নাগরিক বা অন্য কাউকে বাংলাদেশে আর অনুপ্রবেশ করতে দেয়া হবে না।

এদিকে, আজ শুক্রবার বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ পুরোদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সন্ধ্যায় ঢাকার ‍উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close