খেলাধুলা

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের ভেন্যু ঝড়ে লণ্ডভণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝোড়ো আবহাওয়ার কারণে ডালাসের প্রেইরি ভিউ স্টেডিয়াম তছনছ। জানা গেছে স্টেডিয়ামের বড় স্ক্রিন ভেঙে যাওয়াসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এই মাঠেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা আছে।

সবশেষ স্টেডিয়ামের পাশ দিয়ে যেই ঝড়টি গিয়েছিল তাতে স্টেডিয়ামের অর্ধেক অংশই নষ্ট হয়ে যায়। টর্নেডো, প্রচণ্ড বজ্রপাত হয় এবং প্রতিঘণ্টায় ৮০ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়েছিল।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ স্থানীয় সময় ১ জুন, সন্ধ্যায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সে সময়েও আছে বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা। ৪২ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রপাতের সম্ভাব্যতা দেখানো হয়েছে ৩৮ শতাংশের বেশি।
তবে পূর্বাভাসের বলছে ওই মাঠে বাংলাদেশের ম্যাচ নিয়ে ম্যাচ নিয়ে স্বস্তির খবর আছে। দশ দিনের ব্যবধানে ডালাসের প্রেইরি অঞ্চলের আবহাওয়ার অনেকটা উন্নতি হবে জানিয়েছে আবহাওয়া বিষয়ক একাধিক ওয়েবসাইট। সেই জায়গায় বরং নাতিশীতোষ্ণ আবহাওয়া আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close