আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহনন

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে দম্পত্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা স্ত্রীকে গলায় ওড়না পেচিয়ে মারার পর নিজেই আত্মহত্যা করছে স্বামী।

সোমবার (২০ মে) বিকালে আশুলিয়ার নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। প্রায় ২ মাস ধরে তারা এই ভাড়া বাসায় বসবাস করছে।

মৃতরা হলেন, পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার এবং বরিশালের আমতলী থানার সোবহান মৃধার মেয়ে মনি। রুহুল আমিন পেশায় কাপড় ব্যবসায়ী এবং মনি গৃহিনী।

বাড়ির মালিক রেহানা আক্তার জানান, সকাল থেকে তাদের কোনো সাড়া না পেয়ে দুপুরে ঘরে ঢুকে দেখতে পান বিছানায় মনির মরদেহ পড়ে আছে এবং সিলিং এর সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে রুহুল আমিন।

স্বজনরা জানান, ৬ মাস আগে তাদের বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক দন্দ্ব ছিল। এরই জেরে এই ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মাসুদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা, স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close