দেশজুড়ে

আত্মহত্যার ঘটনায় নীলক্ষেতে আবারও সড়ক অবরোধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আবারও নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

ঢাবি অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতুর আত্মহত্যার ঘটনায় তারা সড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে মিতুকে আত্নহত্যা করতে হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৬ জুলাই রাতে আত্মহত্যা করেন (ঢাবি) অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতু। মিতু মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মহিউদ্দিন মাস্টার ও সালমা বেগমের মেয়ে। তিনি বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রেজাল্টে তিন বিষয়ে ফেল করেন তিনি।

পরিবারের দাবি, পরীক্ষার ফলাফল মেনে নিতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মিতু।

Related Articles

Leave a Reply

Close
Close