সাভারস্থানীয় সংবাদস্বাস্থ্য
স্মৃতিসৌধে চিকিৎসা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পথচারী ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করেছে চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ(সিএফবিডি)। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধের এ মেডিকেল ক্যাম্প স্থাপন করে সংগঠনটির সদস্যরা। এসময় অসহায়দের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্প চলাকালীন সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান সজল সিংহ বলেন, ‘চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার জন্য কাজ করছে। অতীতের মত এখনো আমরা আছি মানুষের সেবায় নিয়োজিত। আমাদের আগামীতে স্থায়ী ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার ও হাসপাতাল তৈরি করার পরিকল্পনা রয়েছে।’
চিকিৎসা ফাউন্ডেশনের (সিএফ-বিডি) সিইও ডা.পবিত্র কুমার শীল বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা স্মৃতিসৌধে নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা ঔষধ ও চিকিৎসা দিয়ে থাকি। কয়েক মাসের ভেতর আমাদের কার্যপরিধি আরো বিস্তৃত হবে এমনটাই প্রত্যাশা করি।’
চিকিৎসা সেবা নিতে আসা ফুল বিক্রেতা মরিয়ম বলেন, ‘আজকে সকলেই ফুল দিতে আসবে। বাড়তি কিছু ইনকাম এর আশায় সকালেই চলে আইছি। রোজা রাখার আর রৌদ্রে ঘুরাঘুরিতে প্রেসার কমে যায়। এখানে এসে প্রেসার মাপলাম, রক্তের গ্রুপ দেখলাম, প্রেসারের ঔষধ, স্যালাইনও নিলাম। আমি টাকা দিতে চেয়েছিলাম তয় তারা কোন টাকা নেন নাই।
/এএস