বিশ্বজুড়ে
পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজা যুদ্ধের কারণে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেছেন। খবর আল জাজিরা।
কারণ হিসেবে উল্লেখ করা হয়, পশ্চিম তীর এবং জেরুজালেমে অভূতপূর্ব বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারে মানুষ মারা যাচ্ছে। সেজন্য পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার পরবর্তী পর্যায় এবং এর চ্যালেঞ্জগুলির জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা করে এবং ফিলিস্তিনি ঐক্যের ওপর ভিত্তি করে ফিলিস্তিনি-ফিলিস্তিনি ঐকমত্যের প্রয়োজন। এছাড়া ফিলিস্তিনের ভূমিতে কর্তৃত্বের ঐক্যের সম্প্রসারণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
/এএস