বিশ্বজুড়ে
জিম্মি মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ, উত্তাল ইসরায়েলের রাজপথ
ঢাকা অর্থনীতি ডেস্ক: শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে রাজধানী তেল আবিবে সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় শত শত মানুষ। জিম্মি মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হলো ইসরায়েলের রাজপথ। এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের সময় সরকার পতনের দাবিতে শ্লোগান দেয় তারা। সব জিম্মি উদ্ধার না হওয়ায় জানায় তীব্র ক্ষোভ। ইসরায়েলে হামাসের হামলার জন্য দায়ী করেন সরকারের দুর্বলতাকে। বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।
এর আগে, গত ৭ অক্টোবর, ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় হামাস। বন্দি করে গাজায় নিয়ে যায় প্রায় আড়াইশ’জনকে। কয়েক দফা যুদ্ধবিরতির শর্তে মুক্তি দেয়া হয় ১১০ জনকে। হামাসের কাছে এখনও জিম্মি রয়েছে শতাধিক ইসরায়েলি।
এদিকে, বন্দিদের ফেরাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে মন্ত্রিসভায় আলোচনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের সাথেও অব্যাহত রয়েছে যোগাযোগ।
/এএস