আশুলিয়াপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
জাল দলিলে জমি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ, বেদে সম্প্রদায়ের মানবন্ধন
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাভারে জাল দলিলে জমি ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ তুলে মানবন্ধন করেছে অসহায় বেদে সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী ও পুরুষ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় বেদে সম্প্রদায়ের একডজনেরও বেশি পরিবার।
ভুক্তভোগীরা জানান, গত ৯ মাস আগে সাভারের অমরপুর মৌজায় তাদের বেদে সম্প্রদায়ের ১৫-২০টি পরিবার নিজেদের কষ্টে জমানো অর্থ দিয়ে দলিল লেখক বাবুল হাওলাদারের মাধ্যমে বেশ কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে সেই জমির দখল বুঝে নিতে গেলে প্রকৃত মালিক ও তাদের ওয়ারিশদের মাধ্যমে বাঁধার সম্মুখীন হন তারা। এরপর তাদের ক্রয়কৃত জমিটি জাল দলিলের মাধ্যমে বাবুল বিক্রি করেছে বলে তারা খোঁজ নিয়ে জানতে পারেন। পরে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন প্রতিকার না পেয়ে অবশেষে বেদে সম্প্রদায়ের আমরা এখানে মানববন্ধন করতে বাধ্য হয়েছি।
/এএস