দেশজুড়ে

বিআরটিসি বাসের চাপায় নিহত ৪

ঢাকা অর্থনীতি ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসি বাসের চাপায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী চার্জারভ্যানে ধাকায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার নজু ইসলাম (৪০)। এছাড়া অজ্ঞাত আরও ২ জন নিহত হয়েছেন তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাব।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close