শিল্প-বানিজ্য
বাণিজ্যমেলার ২৪ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্ক: মিথ্যা অফার, অস্বাস্থ্যকর ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রিসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমন ২৪টি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে আর্থিক জরিমানাও করা হয়েছে।
সোমবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী জানান, গত ২১ জানুয়ারি মেলা শুরুর পর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মেয়াদোত্তীর্ণ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
/এএস