দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রিফকেসে মিলল মাথা ও পা ছাড়া যুবতীর মরদেহ

এস.এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাথা ও দুই পা বিচ্ছিন্ন করা এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত যুবতীর নাম-পরিচয় পাওয়া যায়নি৷

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্রিফকেসে এক যুবতীর মাথা এবং দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীেদের বরাত দিয়ে তিনি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক যুবক লাল ব্রিফকেসটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। নিহত যুবতীর নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। পরিচয় সনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close