দেশজুড়ে
সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে: আইনমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: আইন ও আদালত দ্বারা সাজাপ্রাপ্ত যারা বিদেশে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে। এমনটাই মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
টানা তৃতীয়বারের মতো দেশের আইনমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুক্রবার (২৬ জানুয়ারি) আইনমন্ত্রীর সংসদীয় এলাকা আখাউড়া ও কসবায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে যোগ দেয়ার আগে তিনি আরও জানান, যারা দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত তাদের সকলকেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে। এই উদ্যোগকে এই সরকারের আমলে আরও শক্তিশালী করা হবে।
আইনমন্ত্রী জানান, সংসদের আগামী অধিবেশনে শ্রম আইন সংশোধন বিল পাস হবে। এছাড়া, ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, আইন মেনে প্রভাবমুক্তভাবেই তার বিচার করা হয়েছে।
/এএস