খেলাধুলা

এবার পিসিবি থেকে দায়িত্ব ছাড়লেন জাকা আশরাফ

ঢাকা অর্থনীতি ডেস্ক: মেয়াদের বাকি ছিল আরও মাস দেড়েক। তবে আগেই গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) পিসিবি’র অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি আইএমসি’র চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জাকা আশরাফ। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয় বিষয়টি।

এর আগে গত জুলাইয়ে আইএমসির’ প্রধান হিসেবে নিয়োগ পান জাকা আশরাফ। কমিটিকে ৪ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পিসিবি চেয়ারম্যান বেছে নেয়ার দায়িত্ব দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে না পারায় গত নভেম্বরে কমিটির মেয়াদ আরও ৩ মাস বাড়ান পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক।

তবে, ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ থাকলেও শুক্রবার লাহোরে ব্যবস্থাপনা কমিটির বৈঠকের পর আইএমসি’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান তিনি। আশরাফের অধীনে পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদল হয়। টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পাটিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close