বিশ্বজুড়ে

আবারও সক্রিয় হয়ে উঠেছে আইসল্যান্ডের আগ্নেয়গিরি

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত পাঁচ বছরে পঞ্চম বারের মতো আবারও সক্রিয় হয়ে উঠেছে আইসল্যান্ডের আগ্নেয়গিরি। ইতোমধ্যে সবচেয়ে ভয়াবহ রুপ নেয়ায় দিনটিকে ‘ব্ল্যাক ডে’ হিসেবে ঘোষণা দেন আইসল্যান্ড এর প্রেসিডেন্ট।

সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

এর আগে, গত বছরের নভেম্বরে সরিয়ে নেয়া হয়েছিলো সেখানের বাসিন্দাদের। টানা ছয় সপ্তাহ আশ্রয়স্থলে থাকা বাসিন্দাদের দুর্ঘটনা এড়াতে আবারও সরিয়ে নেয়া হয় সেখান থেকে। মোট ৩০ টির বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আইসল্যান্ডে।

প্রতিবেদনে বলা হয়, চতুর্থবারের পর এক মাসেরও কম সময়ে আবারও শুরু হয় এই অগ্ন্যুৎপাত। দেশটির আবহাওয়া অফিস জানায়, রোববার সকালে ভূমিকম্পের কারণে গ্রিন্ডাভিক থেকে ৪৫০ মিটার দূরে প্রায় ৯০০ মিটারের একটি ফাটল দেখা দেয়। যা থেকে শুরু হয় এই অগ্ন্যুৎপাত। পরবর্তীতে, ঘরবাড়ির কাছে ফাটল সৃষ্টি হয়ে ধাবিত হতে থাকে এলাকাজুড়ে ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close