দেশজুড়ে
বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার
ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে বলে হতাশা প্রকাশ করেছে কানাডা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার (৯ জানুয়ারি) বিবৃতি দিয়েছে দেশটি।
বিবৃতিতে গণতন্ত্র-মানবাধিকারের প্রতি সম্মান ও মৌলিক স্বাধীনতা রক্ষায় সব পক্ষের সাথে সরকারকে স্বচ্ছভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কার্যকর বিরোধী দল ও সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি গণতন্ত্র নিশ্চিতে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, এমনটাও জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশিদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পূর্ণ সমর্থন ও সম্মান করে কানাডা। নির্বাচনের আগে ও ভোট চলাকালীন সহিংসতার নিন্দা জানিয়েছে দেশটি। ক্ষতিগ্রস্তদের প্রতি জানানো হয় সহানুভূতি। বিবৃতিতে বলা হয়, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কানাডা। এছাড়া, নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি।
এর আগে, সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু হয়নি’ বলে বিবৃতি জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এছাড়া, মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
/এএস