প্রধান শিরোনাম

সুষ্ট ও অংশগ্রহণমূলক ভোট গ্রহণের লক্ষ্যে ভোটকেন্দ্র পেশিশক্তি মুক্ত রাখা হবে: সিইসি

ঢাকা অর্থনীতি ডেস্ক: অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট গ্রহণের লক্ষ্যে ভোটকেন্দ্র কারচুপি, অনিয়ম ও পেশিশক্তি মুক্ত রাখা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

শুক্রবার (২২ ডিসেম্বের) বেলা ১১টার দিকে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটরিয়ামে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘আমরা আমাদের তরফ থেকে বলেছি যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়, পরিবেশ যাতে অনুকূল থাকে, ভোটার সাধারণ উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই বার্তাটা কঠোরভাবে দেওয়া হয়েছে।’

সিইসি বলেন, ‘আমরা কেউ ভোটকেন্দ্রের ভেতর থাকব না। ভেতরে থাকবে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা। ভোটকেন্দ্রের ভেতরে যাতে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারি, কোনো রকমের পেশিশক্তির প্রয়োগ না হয়, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক ও যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

Related Articles

Leave a Reply

Close
Close