দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। ফলে এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।

রবিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব বেশি নেই। তবে বহুপক্ষীয় ব্যবস্থায় বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করি।’

১৯৭৪ সাল থেকে বাংলাদেশে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। এ মাসে বন্ধ করা হলেও শিগগিরই তারা আবার দূতাবাস চালু করবে বলে বাংলাদেশকে জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ নভেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ত্যাগ করেন। শিগগিরই উত্তর কোরিয়া আবার দূতাবাস চালু করবে বলে বাংলাদেশকে জানিয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close