শিল্প-বানিজ্যশেয়ার বাজার

এমডি ছাড়াই চলছে দুই শেয়ারবাজার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের দুুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মেয়াদ শেষ হয়েছে। সিএসইর এমডি পদ দেড় মাস ও ডিএসইর এমডি পদ প্রায় এক সপ্তাহ আগে শূন্য হলেও এখনো নিয়োগ হয়নি এ পদে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়েই চলছে স্টক এক্সচেঞ্জ দুটির কার্যক্রম। পূর্ণকালীন এমডি না থাকায় স্টক এক্সচেঞ্জের কার্যক্রমে এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কেএএম মাজেদুর রহমান ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পান। ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের দ্বিতীয় এমডি হিসেবে এ বছরের ১১ জুলাই তার মেয়াদ শেষ হয়। ডিএসইর পর্ষদ আরেক মেয়াদের জন্য তাকে এমডি হিসেবে নিয়োগের সুপারিশ করে অনুমোদনের জন্য ২৮ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠায়। কিন্তু এখন পর্যন্ত তার নিয়োগের বিষয়টি অনুমোদন করেনি কমিশন। ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারি বর্তমানে স্টক এক্সচেঞ্জটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিএসইসির কমিশন সভায় আরেক মেয়াদে ডিএসইর এমডি হিসেবে কেএএম মাজেদুর রহমানের মেয়াদ বাড়ানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কমিশন সভায় এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সংবাদমাধ্যমে বলেন, কমিশন সভায় এ ধরনের কোনো এজেন্ডা ছিল না। এ-সংক্রান্ত কোনো সিদ্ধান্তও সভায় হয়নি।

অন্যদিকে সিএসইর এমডি হিসেবে এম সাইফুর রহমান মজুমদার ২০১৬ সালের ১৯ মে নিয়োগ পান। তিনি স্টক এক্সচেঞ্জটির ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী তৃতীয় এমডি। তার আগে সিএসইর এমডি ছিলেন ওয়ালি উল-মারুফ মতিন। তিন বছরের দায়িত্ব পালনের পর এ বছরের ৩১ মে এম সাইফুর রহমান মজুমদারের মেয়াদ শেষ হয়। সিএসইর পর্ষদ তাকে দ্বিতীয় মেয়াদের জন্য সুপারিশ করেনি। এর পরিবর্তে এক্সচেঞ্জটি এ পর্যন্ত দুই দফা এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু যোগ্য প্রাথী পাওয়া যায়নি। বর্তমানে এক্সচেঞ্জটির মহাব্যবস্থাপক মো. গোলাম ফারুককে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এর কার্যক্রম চলছে।

নতুন এমডি নিয়োগের বিষয়ে জানতে চাইলে সিএসইর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শামীম চৌধুরী সংবাদমাধ্যমে বলেন, এমডি হিসেবে আমরা একজন যোগ্য প্রার্থী খুঁজছি। কিন্তু এখন পর্যন্ত তেমন কাউকে পাওয়া যায়নি। আমরা নিজেরাও বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি যোগ্য কাউকে খুঁজে পাওয়ার। আশা করি পেয়ে যাব।

Related Articles

Leave a Reply

Close
Close