দেশজুড়ে
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাসে আগুন
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের একটি দোতলা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (০৬ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া প্রথম আলোকে বলেন, মিরপুর ১০ নম্বর এলাকা থেকে পল্লবী যাওয়ার পথে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের দ্বিতীয় তলার দুটি আসন পুড়ে গেছে। এতে কেউ হতাহত হননি।
মাসুক মিয়া বলেন, বাসের আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে আজ দুপুরে ঢাকার গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।