দেশজুড়েপ্রধান শিরোনাম
বন্ধ হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সব কটি ইউনিট
ঢাকা অর্থনীতি ডেস্ক: কয়লাসংকটে পুরোপুরিভাবে উৎপাদন বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের।
সোমবার(৫ জুন) বেলা ১২টার দিকে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিক বাংলাদেশ-চায়না পাওয়ার কম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এম খুরশেদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির দুই ইউনিটের সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। কেন্দ্রটি থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।
এদিকে, পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় দেশের চলমান লোডশেডিং পরিস্থিতির আরো অবনতি হয়েছে।